এ চালানের মাধ্যমে ভ্যাট জমা দেওয়ার নিয়ম

Share This Post

এ চালানের মাধ্যমে ভ্যাট জমা দেওয়ার নিয়ম

“A Challan” লিখে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে।

এরপর “Automated Challan System_iBAS” এর উপর ক্লিক করতে হবে।

“এখানে_ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে” এর উপর ক্লিক করতে হবে।

“এনবিআর এর জমা” এই বাটন থেকে

“VAT / মূসক” এর উপর ক্লিক করতে হবে

সারচার্জের ধরন নির্বাচন করতে হবে

“দেশস পণ্য ও সেবার উপর মূসক” এটা সিলেক্ট করতে হবে

বা আপনার ক্ষেত্রে অন্যটিও হতে পারে।

টাকার পরিমান লিখতে হবে

যেমন: ১৮০ টাকা

Ok

এরপর

ভ্যাট কমিশনারেট

“শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারেট, ঢাকা-(উত্তর)” সিলেক্ট করতে হবে

(তবে আপনি ভ্যাট দেওয়ার আগে ভালো করে জেনে নেবেন কমিশনারেট আপনার কোনটি হবে)

 

কারখানা বা প্রতিষ্ঠান এর লোকেশন ময়মনসিংহ জেলার মধ্যে হলে

“ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়, শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)” এটি সিলেট করতে হবে।

(আর যদি আপনার প্রতিষ্ঠান অন্য জেলায় হয় তাহলে সেটি আপনি ভালো করে জেনে তারপর সিলেক্ট করবেন)

এরপর

“প্রতিষ্ঠান বা সংস্থা” এ বাটনটি সিলেক্ট করতে হবে

এরপর

বিআইএন সিলেক্ট করতে হবে

বিআইএন নাম্বার

Check BIN

এরপর

জাতীয় পরিচয় পত্র সিলেক্ট করতে হবে

জাতীয় পরিচয় পত্র নম্বর

Check NID

জন্ম তারিখ

মোবাইল নাম্বার

ইমেইল

যদি আপনার ভ্যাট ব্যাংকের মাধ্যমে জমা দিতে চান তাহলে নিচের অপশনটি সিলেট করতে হবে।

ব্যাংক কাউন্টার জমা (OTC) সিলেক্ট করতে হবে

Save

এরপর

“ডাউনলোড” করে সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে হবে।

এ চালান ডাউনলোড করার নিয়ম

যে অটোমেটেড চালান নম্বর হবে ঐ চালান নম্বরটি দিয়ে নিম্নের ওয়েবসাইট থেকে চালান এর মূল কপি ডাউনলোড করতে হবে।

Online Challan Verification Link:-

অটোমেটেড চালান নম্বর লিখে ভেরিফাই এর উপর ক্লিক করলে চালানটি ডাউনলোড অথবা প্রিন্ট করার অপশন আসবে।

এরপর চালান ডাউনলোড এবং প্রিন্ট করে

চালানে তিনটি অংশ থাকবে নিচের অংশটি “মন্ত্রণালয় বা অধিদপ্তরে” জমা দিতে হবে এবং উপরের অংশ দুইটি অফিস কপি হিসাবে সংরক্ষণ করতে হবে।

এ সকল বিষয়ে যে কোন পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

More To Explore

Write a Comment....

Scroll to Top